কি করে তোমায় ভুলি?
কি করে বিদায় বলি?
বুক যে ফেটে যায়!
করে মন হায় হায়!
সেই মিষ্টি বিকেলে হেঁটে চলা,
সেই লুকিয়ে কথা বলা,
সেই বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা,
কি করে ভুলি সেই চুটিয়ে প্রেম করা?
এতো সহজে কি সব ভোলা যায়?
বুক যে ফেটে যায়!
করে মন হায় হায়!
সেই প্রথম প্রেমের চিঠি,
সেই দুষ্টুমি আর খুনসুটি,
সেই প্রথম ‘ভালোবাসি’ বলা,
যায় কি মুহূর্তে ভোলা?
তুমিহীনা আমি যে বড় অসহায়!
বুক যে ফেটে যায়!
করে মন হায় হায়!