শব্দেরা কানে কানে অনুরোধ করে গেলো,
যেন আমি তোমায় নিয়ে লিখি প্রেমের কবিতা,
যে কবিতা স্বর্গের মতন কালজয়ী হবে,
যাতে রবে তোমার আমার স্বপ্ন গাঁথা!
শব্দের মিনতি উপেক্ষা করার সাধ্য নেই আমার,
তাই শব্দের রাজ্যে প্রবেশ করি মুহূর্তেই!
শব্দের মালা গাঁথি মুক্তোর মালার মত,
যার প্রতিটি কোণা পরিপূর্ণ তুমিতেই!
আমি কখনও রূপকথার রাজকন্যা দেখিনি,
তোমার সৌন্দর্যের কাছে তার পরাজয় সুনিশ্চিত জানি!