তোমার অপেক্ষায় আছি বসে,
পার্কের এই বাগানের পাশে,
কাঁটার মতন কষ্ট দেয় প্রতীক্ষার প্রহর!
প্রতিটি সেকেন্ড যেন একেকটি বছর!
কখন যে আসবে তুমি?
একলা বসে ভাবি আমি,
আমার কি দোষ বলো?
একা একা লাগে না ভালো,
কত চিন্তা ঘুরে মনের ভিতর!
কাঁটার মতন কষ্ট দেয় প্রতীক্ষার প্রহর!
প্রতিটি সেকেন্ড যেন একেকটি বছর!
তুমিই আমার আপন,
একান্তই কাছের একজন,
তোমার জন্যই বেঁচে থাকা,
তোমার জন্যই স্বপ্ন দেখা,
তোমায় নিয়েই বাধবো সুখের ঘর!
কাঁটার মতন কষ্ট দেয় প্রতীক্ষার প্রহর!
প্রতিটি সেকেন্ড যেন একেকটি বছর!