সে আসে, সে যায়!
যেমন রংধনু ঐ আকাশটায়,
উঠে ভেসে জাদুর মতন,
আবার যায় মিলিয়ে কর্পূরের মত বিলক্ষণ!
রহস্যময়ী ক্লিওপেট্রার চেয়েও অধিক গভীর,
তোমার মনের মায়াবী জগত হে সুন্দরী পৃথিবীর!
যখনই মনে হয় জলের মত পরিস্কার তোমার মন,
পরক্ষণেই ভাঙে ভুল আমার স্বপ্নের মতন!
নাইবা চিনতে পারলাম তোমায়!
স্বর্গীয় সুখই অনেক পাওয়া তোমার কাছে থাকায়!