ভাসতে চাই তোমার কান্নার জলে,
ভাসতে চাই তোমার হাসির কলরোলে,
ভাসতে চাই তোমার অপেক্ষায়!
ভাসতে চাই তোমার ভালোবাসায়।
তোমাকে ছাড়া লিখি না কাব্য,
হয়তো লিখবো, পরে ভাববো!
তোমার ভাবনা করে নিয়েছে মনে ঠাই,
মনের আকাশে মেঘ হয়ে ভাসে চব্বিশ ঘণ্টাই!
তুমি ছাড়া কষ্টের তীব্রতা বেড়ে যায়,
ভাসতে চাই তোমার অপেক্ষায়!
ভাসতে চাই তোমার ভালোবাসায়।
‘ভালো আছি’ কি করে তারা বলে?
নেই ভালো আমি জানে সকলে,
না পেলে তোমাকে এই জনমে,
কি লাভ পেয়ে পর জনমে?
এই চিন্তাটাই শুধু আমাকে ভাবায়!
ভাসতে চাই তোমার অপেক্ষায়!
ভাসতে চাই তোমার ভালোবাসায়।