তেপান্তর পেরিয়ে যাই চলে,
শত পিছুটান পেছনে ফেলে,
মানবতার বাণী করতে প্রচার,
মানবতা ছাড়া সবই যে বেকার!
এসো মানসিক মুক্তির পথে,
এসো অন্যায়কে রুখতে,
এসো যাই এগিয়ে উল্লাসে,
এসো উড়ি মুক্ত আকাশে!
তেপান্তর পেরিয়ে যাই চলে,
শত পিছুটান পেছনে ফেলে,
মানবতার বাণী করতে প্রচার,
মানবতা ছাড়া সবই যে বেকার!
জনম কি যাবে বৃথাই?
জীবনের কি কোনও উদ্দেশ্য নাই?
এসো হাতে হাত ধরি,
এসো ভালো কাজ করি!
তেপান্তর পেরিয়ে যাই চলে,
শত পিছুটান পেছনে ফেলে,
মানবতার বাণী করতে প্রচার,
মানবতা ছাড়া সবই যে বেকার!