তুমি যদি বলো পাড়ি দিতে নীল সমুদ্দুর,
দেবো পাড়ি সহজেই,
তুমি যদি শোনাও গান সুমধুর,
আমি জ্ঞান হারাবো হেসেই!
তোমার কাজল কালো নয়নে,
কি যে কথা আছে লেখা,
জানতে চাই আমি এই ক্ষণে,
বলো না মায়াবিনী রেখা!
অপেক্ষায় মন অস্থির এমনিতেই!
আমি জ্ঞান হারাবো হেসেই!
দেখলে দেখুক লোকে,
জানলে জানুক সবে,
রাখো চোখ আমার চোখে,
বলো মনের কথা তবে,
লজ্জার প্রহর রকবার ভাঙলেই,
আমি জ্ঞান হারাবো হেসেই!