এমনও মেঘলা দিনে,
ও বন্ধু তোমার সনে,
কইবো কথা নদীর ধারে,
বটের ছায়ায়, পুকুর পাড়ে,
এমনও মেঘলা দিনে।
বন্ধু চোখে চোখে কথা হবে,
হাতে রেখে হাত নীরবে,
কোকিল শোনাবে গান মধুর সুরে,
একলা বসে ছোট্ট নীড়ে,
এমনও মেঘলা দিনে।
আমি জানি তুমি আমারি,
তোমাকে ছাড়া কি আমি বাঁচতে পারি?
শত জনমের প্রেম দেবো তোমায়,
আগলে রেখো সদা বুকে আমায়,
এমনও মেঘলা দিনে।