কতবার বলেছি একটু আস্থা রাখো,
কতবার বলেছি একটু বিশ্বাস করো,
সন্দেহের তীরে রক্তাক্ত হৃদয়,
আর কত সহ্য হয়?
মাঝে মাঝে মনে হয়,
একা থাকাটাই কি শ্রেয় নয়?
ইচ্ছে হয় সন্ন্যাসীর মতন দূরে কোথাও যেতে,
প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে!
মাছ যেমন জাল ছিঁড়ে সহজে বের হতে পারে না,
আমিও তেমনি মানসিক জাল থেকে মুক্তি পাচ্ছি না!