বাঙালি সংস্কৃতি [Bangla Rhyme]

আমরা বাঙালি,


আমাদের সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ নিরবধি,


আমাদের আছে ভাটিয়ারী, জারী, সারি,


মুর্শিদী, নজরুলগীতি, লালনগীতি ইত্যাদি।


 

আমরা গর্বিত আমাদের কৃষ্টি নিয়ে,


পৃথিবী অবাক হয়ে চেয়ে রয়,


আমরা বৈশাখে মাতি রঙে,


গ্রামে গঞ্জে মেলা নদীর তীরে মেলা বয়!


 

বটের ছায়ায় বাউল একতারা বাজায়,

 

বাংলার মাটি, মানুষ ও প্রকৃতির গান গায়!

View kingofwords's Full Portfolio
tags: