মিস করি সেই বটগাছের নিচে বসা,
বন্ধুদের কাছে আসা,
হাসি ঠাট্টা আর আনন্দের মেলা,
হারিয়েছে আজ সেই বেলা!
গিটার হাতে গান গাওয়া,
চটপটি আর বাদাম খাওয়া,
কোথায় যে সব হারিয়ে গেলো,
যা কিছু সুন্দর, যা কিছু ভালো?
এ যেন সময়ের নিষ্ঠুর খেলা!
হাসি ঠাট্টা আর আনন্দের মেলা,
হারিয়েছে আজ সেই বেলা!
সেই চায়ের কাপে ঝড়,
সেই অলস বিকেলের প্রহর,
আজও আমার মনের দরজায়,
মাঝে মাঝে নাড়া দিয়ে যায়!
যায় ভেসে জীবনের ভেলা,
হাসি ঠাট্টা আর আনন্দের মেলা,
হারিয়েছে আজ সেই বেলা!