ফিরিয়ে দাও খেলার মাঠ,
চিরচেনা নদীর ঘাট,
ফিরিয়ে দাও ঘুড়ির পেছনে দৌড়ানোর ক্ষণ,
সেই উদ্দাম পাগলের মতন!
ফিরিয়ে দাও মেলার আসর,
আবৃত্তি শোনা কিংবা বায়স্কোপ দেখার প্রহর,
আমি ফিরে পেতে চাই সবুজ প্রকৃতি,
সেই স্বর্গের মত অনাবিল প্রশান্তি!
ফিরিয়ে দাও মঞ্চ নাটক দেখে পুলকিত হবার দিন,
সেই চিরচেনা সবুজ ঘাসে হেঁটে চলা বিরামহীন!
আমি কি আর সেই কোকিলের ডাক পাবো না শুনতে?
আমি কি ময়না পাখীর মত বন্দি হয়েই থাকবো যন্ত্রতে?
এখন আমি সমুদ্র দেখি এনড্রয়েড স্ক্রিনে,
এখন আমি পাখীর সুমিষ্ট গান শুনি ফোনে,
এখন আমার প্রকৃতি দেখার সুযোগ নেই,
এখন আমার বিকেল কাটে ট্যাবের দিকে তাকিয়েই!
ওরা হিটলারের মত দ্রুততার সাথে করছে সব বন্ধ,
ডাকাতের মত নিচ্ছে কেড়ে মাঠ, শৈশব, সংস্কৃতি, আনন্দ,
“দ্যা টিন ড্রাম”-এর অস্কারের মত আমার চিৎকার কি শুনতে পাও?
ফিরিয়ে দাও! ফিরিয়ে দাও! ফিরিয়ে দাও!