তুমি স্বাধীন, আমাকেও স্বাধীন হতে দাও!

তুমি স্বাধীন, আমাকেও স্বাধীন হতে দাও!


ছোট্ট ময়না পাখীটা ভাবে মনে মনে,


আকাশের মুক্ত বিহঙ্গের দিকে চেয়ে,


তার মন কাঁদে আনমনে।


 

ময়না ভাবে, আমার যদি ভাষা থাকতো,


মানুষ কথা বলে যেমন করে,


তাহলে চিৎকার করে বলতাম আমি,


আমায় মুক্তি দাও! আমি যেতে চাই উড়ে!


 

তোমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছো!

 

তবে কোন যুক্তিতে আমার স্বাধীনতা খর্ব করছো?

View kingofwords's Full Portfolio