মানুষ মরে,
তিনি কহেন, “বিচ্ছিন্ন ঘটনা”!
বোমা ফুটে,
মানবতার টুঁটি বন্ধ,
দুর্নীতিতে নাম্বার ওয়ান!
বর্তমান ও ভবিষ্যৎ অন্ধকার!
তিনি কহেন, “বিচ্ছিন্ন ঘটনা”, বারবার!