নীল আকাশের নিচে,
চলেছি হেঁটে আমি,
গন্তব্য নেই জানা,
পথেই হাঁটি পথেই থামি।
যাযাবরের মত চলেছি পথ,
নানা লোক নানা মত,
পর হয়ে যায় আপন,
মনের মানুষ, প্রিয়জন,
পথের স্মৃতি লাগে দামী!
পথেই হাঁটি পথেই থামি।
কেউ বিলায় হাসি,
কেউ আবার দুঃখ চাষি,
আমি হাসি আমি কাঁদি,
আমি বাতাসের মত যাই নিরবধি,
এ যেন আজব পাগলামি!
পথেই হাঁটি পথেই থামি।