মনে পড়ে সেই মিষ্টি বিকেলে,
গিয়েছিলাম দুজনে চলে,
সুরমা নদীর তীরে,
হাতে হাত ধরে।
চোখে চোখ পড়তেই,
মরলে লাজে নিজের অজান্তেই,
মোনালিসার মতন মুচকি হেসে,
তাকালে ভালোবেসে!
উড়ছিল প্রজাপতি তোমায় ঘিরে,
সুরমা নদীর তীরে,
হাতে হাত ধরে।
ফুলের সাথে বললে কথা,
হলো না অপচয় কথা অযথা,
আকাশে মেঘের আনাগোনা দেখে,
কুঁকড়ে গেলে অজানা দুঃখে!
থাকতে আমি কাঁদতে হবে না তোমারে,
সুরমা নদীর তীরে,
হাতে হাত ধরে।