লাস্যময়ী সে,
মেনকা কিংবা আফ্রোদিতি,
নয় কিছু তার সৌন্দর্যের কাছে,
সে যেন আঁধার ঘরে বাতি!
চুম্বক যেমন লোহায় আকৃষ্ট হয়,
আমিও তেমন হই আকর্ষিত তার রূপে,
তার যৌবন যেন সদা ডাকছে আমায়,
জানি না হারাবো পুণ্যে নাকি পাপে?
বুকে তাকে আগলে ধরে চূর্ণ করতে চায় মন,
কামুকের মতন আশায় থাকি আসবে কবে সেই ক্ষণ?