ধরেছো মোর হাত যখন,
ধরেই রেখো সবসময়,
যেয়ো না ছেড়ে কভু,
যাও যদি, হবে মোর মৃত্যু নিশ্চয়!
আকাশ হতে শিশির কণা আসে ছুটে যেমন,
ভালোবাসার টানে পৃথিবীর বুকে,
আমার মন তেমন চায় পেতে সান্নিধ্য তোমার,
চায় রাখতে ধরে তোমাকে আলিঙ্গনে সুখে।
তুমি দূরে যাওয়া মানে আমার আত্মা দেহ ছেড়ে যাওয়া,
আমি নৃত্যরত পত্রপল্লব হলে তুমি মোর হাওয়া!