যখন সে রেগে হাল্কের মতন,
করে আচরণ,
ছড়ায় সে যখন ক্রোধের লেলিহান শিখা,
দাবানলের মত, আমি হয়ে যাই ভীষণ একা!
তাকে ভোলানোর চেষ্টা করাও বিপদের বটে,
তেলে তরকারি পড়লে যেমন ছ্যাঁত করে উঠে,
তার অবস্থাও অনেকাংশেই তাই হয়,
ঝড়ের মতই সে নিজে নিজেই শান্ত হয়!
মাঝে মাঝে পুড়ি আমি তার ক্রোধের শিখায়,
তবুও ছাড়ি না তার হাত, থাকি পাশে ভালোবাসায়!