বাঁশি বাজে!
মাঝে মাঝে,
কে জানে বাজায় কোথায়?
বোঝা বড় দায়!
মনে হয় নদীর ধারে,
কিংবা পুকুর পাড়ে,
পরম শান্তিতে,
দিচ্ছে কৃষক ফুঁ বাঁশিতে!
বাঁশির সুরে মন হয় পুলকিত,
প্রাণ হয় আনন্দে উচ্ছ্বসিত!