ঘরবাড়ি ভেসে যায়,
বাঁধভাঙা বন্যায়,
যায় প্রাণ, ভাসে দেহ,
পারে না থামাতে কেহ,
প্রকৃতির খেয়াল বড় বেসামাল!
দয়াময় চেয়ে রয়,
মানুষের পরীক্ষার সময়,
মানব জীবন ভাঙে আর গড়ে,
নদী তীরের মতন করে,
নতুন করে মানুষ ধরে হাল!
প্রকৃতির খেয়াল বড় বেসামাল!
আশা আছে বলেই জীবন আছে,
অর্থহীন সবই আশাহীন মানুষের কাছে,
ঈশ্বর হয় পুলকিত,
যখন করে মানুষ চেষ্টা অবিরত,
যায় পেরিয়ে বাধার দেয়াল,
প্রকৃতির খেয়াল বড় বেসামাল!