মনের গহীনে তুমি করো পায়চারী,
কোনও দূর দেশের রাজকুমারীর মতন,
যতক্ষণ রবে প্রাণ দেহে মোর,
রবে সদা তোমার বিচরণ।
তুমি ছাড়া আমি যেন সুতোহীন ঘুড়ি,
বৈঠাবিহীন নৌকার মতন হয় অবস্থা আমার,
জীবনের উদ্দেশ্য বলে থাকে না কিছু,
তাইতো তোমার ভালোবাসা আমার এতো দরকার!
তুমি স্বর্গীয় সুধার মতন,
তুমিই আমার একমাত্র আপনজন।