তুমি গোলাপের মত,
সতেজ, সজীব অবিরত,
নিঃশ্বাসে তোমার সুগন্ধ ঝরে সবসময়,
সুগন্ধির ঝরনা মত মনে হয়!
তোমার প্রতিটি অঙ্গ নিখুঁতভাবে তৈরি,
দিয়েছো হারিয়ে তুমি স্থাপত্যশিল্পকে হে মানবীয় পরী!
আমি পারি না সরাতে চোখদুটোকে,
তোমার দেহবল্লরির উপর থেকে।
মাঝে মাঝে ভাবি আমি আনমনে একা,
আমি কি তোমার প্রেমের যোগ্য হে সখা?