দেখ দেখ দেখ ভেল্কিবাজি!
দেখ বাঁদরের ডিগবাজি!
দাঁত দেখিয়ে লাফায় শুধু,
মাঝে মাঝে বনে যায় সাধু!
চুপ করে পারে না সে থাকতে,
ওস্তাদ সে দুষ্টামিতে,
কলা আর বাদাম ভীষণ প্রিয় তার,
পেলে একবার খেয়ে করে সাবাড়!
বাঁদরের জন্য বড্ড মায়া হয়,
সাথে করে ঘরে নিতে ইচ্ছে হয়!