তোমায় একটিবার দেখবো বলে,
বারেবারে আসি চলে,
তোমার বারান্দার কাছে,
তুমি ছাড়া বলো মোর কে আছে?
তোমায় একপলক দেখার পর,
হয় স্বর্গীয় ভোর,
মোর মন মাঝারে,
কি করে যে ভুলি তোমারে?
দেখলে তোমায় বাতাসের মত মন নাচে,
তুমি ছাড়া বলো মোর কে আছে?
আমার মত বন্ধু পাবে না খুঁজে,
এ কথা জানো তুমিও নিজে,
তবে কেন এমন এড়িয়ে চলা,
চোখে চোখে কথা বলা,
মুখ ফুটে একবার বলো না এসে কাছে,
তুমি ছাড়া বলো মোর কে আছে?