সেই ছোটবেলায় দিয়েছিলাম কত যে ডুব,
পুকুরে, খালে, নদীতে,
যাইনি অতলে হারিয়ে কভু,
চাইনিও কভু হারাতে!
আজ দিয়েছি ডুব আমি,
স্মৃতির মহাসাগরে,
ছোট্ট বাচ্চারা যেমন কুড়ায় ঝিনুক,
আমি চাই কুড়াতে মধুর স্মৃতিরে!
ডুব দিতে দিতে নিজেকে হারাই,
সুখময় স্মৃতি খুব বেশী না পাই!