মা, তুমি দুঃখ করো না,
দুঃখ নামের শব্দটিকে দিও না ঠাই,
তোমার অভিধানে কভু,
তুমি দুঃখ পেলে যে আমিও কষ্ট পাই!
মা, কেউ থাকুক না থাকুক,
আমি আছি তোমার পাশে,
করি না পরোয়া কোনও,
যদি ঝড় ঝাপটা আসে!
মা, তোমার সকল দুঃখ করবো মোচন,
তুমিই যে আমার শ্রেষ্ঠ আপনজন!