একলা চলি রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে,


তবে একলা চলো রে!


রবি ঠাকুরের কথায় একাত্মতা পোষণ করে,


একলা চলি পথ ভালোবেসে।


 

যাই করি না কেন,


যদি ভালোবাসার স্পর্শ না থাকে,


তবে বায়ুর মত চঞ্চল মনটাকে,


বোঝানো অসম্ভব ঠেকে যেন!


 

একলা চলি তাই কারণ উদ্দেশ্য মহৎ মোর,


আমার ইচ্ছাই সম্বল, আমার মনোবলই আসল জোর!

 

 

View kingofwords's Full Portfolio