কেউ কবি হয়, কেউ কবি হয়ে জন্মায়!
কথাটি একেবারে অযৌক্তিক নয় বলা যায়,
কেউ পারিপার্শ্বিক উপাদানে প্রভাবিত হয়,
এবং কবিতা লিখতে উদ্বুদ্ধ হয়।
কিন্তু এমন অনেক কবি আছেন,
যারা জন্ম হতেই কবির বৈশিষ্ট বহন করেন,
যাদেরকে প্রকৃত অর্থেই কবি বলি আমি,
অনন্য গুণে গুণান্বিত করে পাঠিয়েছেন অন্তর্যামী!
আসল কবি চেনার মানুষ খুব কমই আছে,
অনেকের মধ্যে একজন রবীন্দ্রনাথকে এই পৃথিবী দেখেছে!