তোমার অশ্রুর ঝরনায়,
হয়েছিল সিক্ত মোর মন,
যেদিন ভুলবশত কাঁদালাম তোমায়,
ছিল শান্ত সেই পড়ন্ত বিকেলের ক্ষণ!
আমি তোমার সিল্কের মত হাতটি ধরে,
বলেছিলাম ‘সরি’ তখন,
তুমি আর এক মুহূর্তও না বসে,
গেলে চলে হিংস্র বাঘিনীর মতন!
আমার ‘শোনো’ ডাকটি কি তুমি শুনতে পেয়েছিলে?
যদি ‘হ্যাঁ’ হয় উত্তর, তবে কেন এভাবে চলে গেলে?