গল্প শুনবি! গল্প! বেশী, নয় অল্প! এক ছিল রাজা, ছিল ভাঙা তার মাজা! কেউ করলে রাজ্য আক্রমণ, ভয়ে থাকতো লুকিয়ে তখন! ভীতু রাজাকে বকতো রানী, করতো লোকে কানাকানি। রাজার মন ছিল কোমল অতি, লোকে তার করতো ক্ষতি!
গল্প শুনবি! গল্প!
বেশী, নয় অল্প!
এক ছিল রাজা,
ছিল ভাঙা তার মাজা!
কেউ করলে রাজ্য আক্রমণ,
ভয়ে থাকতো লুকিয়ে তখন!
ভীতু রাজাকে বকতো রানী,
করতো লোকে কানাকানি।
রাজার মন ছিল কোমল অতি,
লোকে তার করতো ক্ষতি!