জ্যৈষ্ঠের খরতাপে,
মিষ্টি আম পাঁকে,
আম খেতে লাগে ভালো,
বলি আনতে আব্বুকে!
অফিস থেকে আসার সময়,
আনেন আম প্রতিদিন,
আমের ঘ্রাণ নাকে এলে,
হই উতলা ধিন ধিন ধিন!
আমের জুসও অনেক প্রিয়,
মাকে বলি, “প্রতিদিন দিও”!