কোনও অভিযোগ নেই তোমার উপর,
নেই কোনও অভিমানের মালা,
নেই ঘৃণা, নেই ক্ষোভ,
নেই লেলিহান ক্রোধ, নেই জ্বালা!
আছে শুধু একতরফা ভালোবাসার,
যে ভালোবাসা সমুদ্রের মতন সুন্দর,
সাগরের মতন বিশাল এবং অসীম,
যে ভালোবাসায় হয়ে আছে পূর্ণ আমার অন্তর!
দূর থেকে ভালোবাসি তোমাকে,
পৃথিবী যেমন ভালোবাসে ঐ চাঁদটাকে!