গাছের ডালে,
বানর বসে আছে,
আমায় দেখে,
আসে কাছে।
বাদাম দেই ছুঁড়ে,
তার দিকে,
বাদাম কুঁড়িয়ে,
যায় চলে পাতার ফাঁকে!
“বানর! এই বানর!” ডাকি আমি,
ধুমছে চলে তার বাঁদরামি!