জ্বালা কাকে বলে,
বুঝিনি আগুনে পুড়ে,
বুঝেছি প্রেমে পড়ার পরে,
হৃদয় নরকের আগুনের মত জ্বলে!
নরকের সাথে দিচ্ছি তুলনা,
কারণ সে যে স্বার্থপর,
সে যে করেছে রক্তাক্ত মোর অন্তর,
প্রেমের নামে করেছে শুধুই ছলনা!
কষ্ট পেয়ে মানুষ হয়েছে চেনা!
এমন ধোঁকায় আর পা দেবো না!