ঝিঁঝিঁ পোকা ঝিঁঝিঁ করে,
ডাকে যেন কাকে?
নাকি গান গায় সে,
মনের সুখে?
রাত হতে না হতেই,
বসে গাছের ডালে,
ঝিঁঝিঁ করতে থাকে,
থামে ডাক রাত পোহালে!
ঝিঁঝিঁ পোকা অতি চালাক,
ধরতে গেলে দেয় লাফ, হই অবাক!