কেন যে পৃথিবী ঘোরে,
জীবন মৃত্যুর অবিরাম খেলা চলে?
কেন যে নশ্বর এই দুনিয়ায়,
নিরীহরা হয় পিষ্ট দুর্নীতির যাঁতাকলে?
পাই না খুঁজে কারণ এতো মহাযজ্ঞের!
এতো সব ভাঙাগড়ার খেলায়,
এতো সব পাওয়া না পাওয়ার মাঝে,
জীবনের অর্থ বোঝা বড় দায়!
ক্ষুদ্র মস্তিষ্কে শুধু এটুকুই বুঝি আমি,
নিজের কর্মটুকু করতে পারাটাই দামী!