অহেতুক হাসি

অহেতুক হেসে করতে পারবে না,


বিচলিত আমায়,


কখনও পারোনি আগে,


ইতিহাস থেকে জানা যায়!


 

ইটের মতই দৃঢ় মনোবল আমার,


সূর্যের মত মনের শক্তি,


পাহাড়ের মত অটল বিশ্বাস,


আছে সৃষ্টিকর্তায় শ্রদ্ধা ও ভক্তি!


 

দৌড়াতে না পারি, হাঁটবো, হামাগুড়ি দেবো,


তবুও আমার লক্ষে আমি ঠিকই পৌঁছাবো!

View kingofwords's Full Portfolio