চুপি চুপি আড়ালে গেলে চলে

চুপি চুপি আড়ালে গেলে চলে,


একটি কথাও না বলে,


ঠিক ঐ ঘড়ির কাঁটার মত সেখানে,


বাম থেকে ডানে!


 

আমায় একটি কথাও না বলে,


কি করে চলে গেলে?


তোমার কি একবারও মনে হয়নি,


তুমি যেন ছিলে না তুমি, ছিলে পাষাণী!


 

তোমার চোখের ভাষা পড়তে করিনি ভুল আমি,

 

তোমার চাহনি বলল, আমায় ভালোবাসো তুমি!

View kingofwords's Full Portfolio