জলে কুমির ডাঙায় বাঘ! [Bangla Rhyme]

কি যে করি সোহাগ!


জলে কুমির ডাঙায় বাঘ!


ঐ যে কুমির এলো বলে!


গাছেই থাক, নামিস না তলে!


 

ডাঙায় পা পড়লে তোর,


যাবি চলে বাঘের পেটের ভিতর!


চুপচাপ গাছেই বসে থাক,


বাঘ ও কুমির সরে কিনা দেখা যাক!


 

কি বিপদে পড়েছি ভাই!

 

আর মনে হয় রক্ষা নাই!

View kingofwords's Full Portfolio
tags: