জীবনটা কি তোমার কাছে শিশুদের খেলার মতন?
কি অধিকার আছে তোমার আমার মনটাকে,
বুলেটের মতন ঝাঁঝরা করে দেবার?
বলো কে দিয়েছে সেই অধিকার তোমাকে?
জানি তুমি বোবার মতন চুপ করেই থাকবে,
জানি কোনও সদুত্তর নেই দেবার,
কেননা অন্যের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা,
এক ধরণের নেশা তোমার!
তবে জেনে রাখো হে ক্লাইটেমনেস্ত্রা, কপটতার নব্য প্রতীক!
পাবে কর্মফল তুমি, বলছি আমি, এক অংশ মহাজাগতিক!