তুমি চাওনি তোমার সতীত্ব,
করতে সমর্পণ আমায় এ কথা সত্য,
এও সত্য যে তুমি বিবাহের পরে,
চেয়েছিলে দিতে নিজেকে সপে মোর তরে।
আমি এপোলোর মতন নিলাম পিছু তোমার,
তুমি ডেফনির মত নিজেকে বাঁচাতে করলে চিৎকার,
আমি বললাম, আমি তো ভালোবাসি তোমায়!
তুমি বললে, এ ভালোবাসা নয়, এ অন্যায়!
তবুও আমি তোমার দেহকে করি আবিস্কার,
স্পর্শের চিহ্ন আঁকলাম ঐ নান্দনিক দেহে তোমার!