বাপরে বাপ! কুমিরের মুখে ষাঁড়!
ষাঁড়টিকে লাগছে অসাড়!
একটু আগে জল খেতে এসে,
পড়ল কুমিরের মুখে শেষে।
কুমিরে ষাঁড়টিকে নিয়ে,
গেলো যে কোথায় পালিয়ে,
বুঝতেই পারিনি আর?
ষাঁড়টিকে খেয়ে করবে সাবাড়!
কুমির পানির নিচে লুকিয়ে থাকে,
পশু কাছে এলে কামড়ে ধরে তাকে!