মস্ত এক উটের পিঠে,
চড়েছি বটে!
কিন্তু ভয়ে অবস্থা কাহিল!
সুদূরে উড়ছে চিল!
উট হাঁটে ধীরে ধীরে,
বুঝি না সে কি করে,
এতো গরম সহ্য করে?
গরম বালুর পথ হাঁটতে পারে?
উট না থাকলে কি যে হতো?
বালুর মাঝেই রাত কাটতো!