মাগো! কি করে তোমায় ভুলি?
আছো তুমি পাতার বুকে লেপটে থাকা,
সূর্যের আলোর মতন,
মনের পটে তোমার ছবি চিরতরে আঁকা!
মাগো! কত কষ্ট করে আমায় করেছো লালন!
কত রাত কেটেছে নির্ঘুম তোমার,
আমার সুস্থতার জন্য প্রার্থনা করে!
মাগো! প্রতিদান দেবার যোগ্যতা কি আছে আমার?
মাগো! তুমি ভোরের আলোর মতন স্বচ্ছ,
তুমি ফুলের মতন পবিত্র সদা,
আকাশের চেয়েও বিশাল তোমার মন,
কি করে মায়ের ঋণ করবো শোধ হে খোদা?
ছোটবেলায় যখন বকতো বাবা,
সবসময় তুমি বাঁচাতে,
যখন ঘুম আসতো না চোখে,
তুমি ঘুমপাড়ানি গানে ঘুম পাড়াতে!
মাগো! নিজের সুখের কথা ভাবোনি কভু,
করেছো সন্তানদের চিন্তা,
অনেক কষ্টে মানুষ করেছো মাগো!
তোমার জন্য হাসতে হাসতে বিলিয়ে দেবো জীবনটা!