মূল্যবান তুমি

তুমি আমার কাছে অনেক মূল্যবান,


কার সাথে যে করবো তুলনা,


আমি ঠিক ভেবে পাই না!


ভাবি, তুলনায় হবে নাতো তোমার অপমান?


 

ট্রয় যুদ্ধে অ্যাকিলিসকে যেমন,

 

দিয়েছিল শারীরিক এবং মানসিক প্রশান্তি,

 

সেই ব্রিসেইসের চেয়েও অনেক স্বস্তি,

 

অনেক সুখ দিচ্ছ আমায় তুমি প্রতিক্ষণ!

 

 

তুমি আছো বলেই আমার থাকা, মিথ্যে বলছি না! 

 

না থাকলে তুমি কি যে হতো আমার জানি না!

View kingofwords's Full Portfolio