মধুর মিলনে আসলো প্রশান্তি মনে,
যেন স্বর্গ হতে একমুঠো সুমিষ্ট বাতাস এনে,
কেউ দিলো ছড়িয়ে সারা দেহে,
এর পর কি করে পুড়ে মন বিরহে?
আবারও এক হলো দুটি মন,
দুটি গ্যালাক্সির মতন,
আবারও প্রেমের ফুল ফুটলো প্রাণে,
আবারও আসলো বসন্ত জীবনে!
তাকে অগ্রাহ্য করা মানে নিজেকে অস্বীকার করা,
পুরো পৃথিবীর মত সে, কে আছে আমার সে ছাড়া?