মানুষ চেনা সহজ কভু,
কখনও সরল অংকের মতই কঠিন!
যাকে বিশ্বাস করি,
ভাঙে সে বিশ্বাস নিত্যদিন!
মানুষের এক চেহারার আড়ালে,
কত না চেহারা থাকে লুকানো!
ঠিক যেন পাতাকপির মতন,
একই অঙ্গে কত না ভাঁজ সাজানো!
তবুও জীবন সময়ের মত যায় চলে,
তবুও হাসতে হয়, পোড়া মন বলে!