জানালার বাইরে চোখ গেলেই,
নজরে যায় পড়ে আমার,
একটি সতেজ নিম গাছ,
গাছের সজীব সবুজ পাতার আছে কিছু বলার!
বাতাস দুষ্টুমি করে দেয় তাকে দোলা,
পাতা যেন আমার পানে রয় অপলক চেয়ে,
যেন আছে অনেক কিছু বলার,
কিন্তু হচ্ছে না বলা অজানা সংশয়ে।
আমি পাতার পানে চাই আর কবিতা লিখি,
পাতা আমায় কবিতা লিখার কথাই বলতে চায় কি?