ছিলাম ময়লা আর আবর্জনার পাশে,
ছিল নোংরা আশপাশ,
এসেছি চৈতন্যের নিম গাছের কাছে,
নিম গাছ ছুঁয়ে, দেয় ছুঁয়ে আমায় বাতাস!
পাগলা হাওয়া অসহায় নিম গাছটিকে,
যাচ্ছেতাইভাবে দোলায়, যেন শিশুকে নিয়ে,
করছে খেলা বয়স্ক কোনও লোক,
আমি নৃত্যরত নিম গাছের পানে রই তাকিয়ে।
আমার ভয় হয় যদি নিম গাছটি পরাজিত হয়!
বাতাসের কাছে হেরে যাক তা আমার ইচ্ছা নয়!